ভোটের মুখে করণদিঘি ৩২ নম্বর বিধানসভায় ১০০০০ কর্মী যোগদান করলো তৃণমূলে!

করনদীঘি ৩২ নং বিধানসভার অন্তর্গত রাশাখোয়াতে আয়োজিত হল তৃণমূলে বিশাল যোগদান সভা।

জানা গিয়েছে, এদিন গৌতম পাল এর নেতৃত্বে আজ প্রাক্তন কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সামসুল হকের নেতৃত্বে আজ কংগ্রেস থেকে প্রায় ১০০০০কর্মী তৃণমূলে যোগদান করলেন।

এদিন রশাখোয়া সার্কেস ময়দানে এই সভা হয় উপস্থিত ছিলেন গৌতম পাল,গোলাম রাব্বানী, সুভাষ গোস্বামী, শিল্পী বিনীতা চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here